শাওমি ১২ প্রো : দুর্দান্ত ডিসপ্লে, ডিজাইন এবং সেরা স্পেসিফিকেশনের স্মার্টফোন
- আহমেদ ইফতেখার
- ১৪ মে ২০২২, ০০:০০
ফ্ল্যাগশিপ স্মার্টফোন হলো একটি ব্রান্ডের নির্দিষ্ট সিরিজের সবচেয়ে উন্নত ও সেরা প্রযুক্তির অত্যাধুনিক স্মার্টফোন। রুচি ও প্রয়োজনের সাথে আর্থিক সঙ্গতি থাকলেই এখন গ্রাহকদের প্রথম পছন্দ ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন। দেশের গ্রাহকদের জন্য শাওমি বাজারে এনেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১২ প্রো।
প্রসেসর : সব ধরনের উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। শক্তিশালী প্রসেসরটি জিপিইউ গ্রাফিক রেন্ডারিং সক্ষমতা দেবে, সেই সাথে আগের প্রজন্মের যেকোনো ডিভাইসের চেয়ে অধিক শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিতে সপ্তম প্রজন্মের কোয়ালকম এআই ইঞ্জিন, এআই ফিউশন বুদ্ধিবৃত্তিক ইমেজ সিগনাল প্রসেসিং সক্ষমতাও দেয়া হয়েছে। অ্যাডভান্সড কুলিং সিস্টেম ফিচারের সাথে রয়েছে ম্যাসিভ ভ্যাপর চেম্বার, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঠাণ্ডা রাখবে ডিভাইসটি।
ক্যামেরা : শাওমি ১২ প্রো ফ্ল্যাগশিপটিতে ৫০ মেগাপিক্সেলের মাস্টার ট্রিপল ক্যামেরা দেয়া হয়েছে। এতে সনির আইএমএক্স৭০৭ আল্ট্রা-লার্জ প্রাইমারি সেন্সরও রয়েছে। প্রাইমারি সেন্সরটির অ্যাডভান্সড ইমেজিং সক্ষমতা ফোকাসে দ্রুতগতি, সঠিক কালারের নিশ্চয়তা এবং সেই সাথে সিনেমাটিক ক্যাপচারের সুযোগ দেবে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা; যা সুপার-পিক্সেল এইচডিআর ১০ প্লাস রেকর্ডিং এবং যেকোনো চমৎকার মুহূর্তগুলো ধরে রাখার সুবিধা দেবে।
ডিসপ্লে : শাওমি ১২ প্রো ফোনটিতে অ্যাডাপ্টিভ সিন প্রোসহ বড় ধরনের ৬ দশমিক ৭৩ ইঞ্চির ডব্লিউকিউএইচডিপ্লাস অ্যামোলেড ট্রুকালার ডট ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩২০০ঢ১৪৪০ পিক্সেল ৫২২ পিপিআই, ১৬০০০ লেভেল ব্রাইটনেস এবং ৮,০০০,০০০:১ উচ্চ অনুপাতের কনট্রাস্ট রয়েছে। শাওমি ১২ প্রো ফ্ল্যাগশিপটিতে অসাধারণ সাউন্ড অভিজ্ঞতা দিতে থাকছে হারম্যান কার্ডন ফিচার ও ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার।
হাইপারচার্জ : শাওমি ১২ প্রো ফোনটিতে রয়েছে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। ফোনটিতে থাকা চার হাজার ৬০০ এমএএইচের ব্যাটারি বুস্ট মোডে মাত্র ১৮ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে।
দাম : শাওমির অথোরাইজড স্টোরে গ্রে, ব্লু ও পার্পেল রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ১২+২৫৬ জিবির দাম পড়বে এক লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা